মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সময়সীমা নির্ধারণ করে দিলো বেফাক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৬ বিকাল
নিউজ ডেস্ক

বেফাক ও হাইয়াতুল উলয়ার পরীক্ষায় মেধা-তালিকায় স্থান পাওয়া ছাত্র-ছাত্রীদের মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ। নির্ধারিত সময়ের পর মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সুযোগ থাকবে না বলে জানিয়েছে বেফাক। 

রোববার (২৮ সেপ্টেম্বর) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেফাকভুক্ত মাদরাসাসমূহের যে সকল ছাত্র-ছাত্রী বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় এবং আল-হাইআতুল উলয়া-এর অধীনে তাকমীল পরীক্ষায় অংশগ্রহণ করে মেধা-তালিকায় স্থান পেয়েছেন, তাদের মেধাবৃত্তির পুরস্কার উত্তোলনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের পর উত্তোলনের সুযোগ থাকবে না। নির্ধারিত সময়ের বিবরণ নিম্নে দেওয়া হলো-

১. ১৪৪৭ হিজরির পূর্বে বেফাক-এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণকারী যেসকল পরীক্ষার্থী মেধা- তালিকায় স্থান পেয়েছেন, ৩০ জিলহজ ১৪৪৯ হিজরি তারিখের মধ্যে তাদের বকেয়া বৃত্তির পুরস্কার উত্তোলন করে নিতে হবে। উক্ত তারিখের পর উত্তোলনের সুযোগ থাকবে না।

২. ১৪৪৭ হিজরি হতে বেফাক-এর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণকারী যেসকল পরীক্ষার্থী মেধা- তালিকায় স্থান পাবেন, মেধাস্থান প্রাপ্তির পরবর্তী ২ বছরের মধ্যে তাদের বৃত্তির পুরস্কার উত্তোলন করে নিতে হবে। এরপর উত্তোলনের সুযোগ থাকবে না। যেমন- ১৪৪৭ হিজরিতে মেধা তালিকায় স্থান পেলে ১৪৪৯ হিজরির জিলহজ মাসের মধ্যে উত্তোলন করতে হবে। অর্থাৎ মেধাস্থান লাভের দ্বিতীয় বছরের জিলহজ মাসের মধ্যে উত্তোলন করে নিতে হবে।

৩. তাকমীল পরীক্ষায় অংশগ্রহণকারী যেসকল পরীক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন বা পাবেন, পরীক্ষা পরবর্তী ৫ বছরের মধ্যে বেফাক অফিস থেকে তাদের বৃত্তির পুরস্কার উত্তোলন করে নিতে হবে। এরপর উত্তোলনের সুযোগ থাকবে না।

এমএইচ/