মুনীরুল ইসলামের ছড়া পল্টন থেকে রামপুরা
প্রকাশ:
২৭ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৪৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মুনীরুল ইসলাম আমি এখন আর থাকি না পল্টনে তাই বলে কি খুঁজতে হবে লণ্ঠনে? নারে নারে হবে নারে খুঁজতেরে ভাড়া বাসার ব্যাপার হবে বুঝতেরে। থাকছি এখন মিলেমিশে রামপুরা আগের মতোই চলছে আমার কাম পুরা জুমাবারে আগ্রহীদের ঢল নামে আকাশ থেকে লেখক হওয়ার বল নামে। মেতে উঠি আওয়ার ইসলাম আড্ডাতে লেখার নেশায় আবার ছুটি বাড্ডাতে পাশেই আছে বেশ মনোরম হাতিরঝিল নতুন করে বাড়ছে আরো খাতির-মিল। হাতিরঝিলে কাব্য ছড়া গল্প হয় ফাঁকে ফাঁকে হাসি-কৌতুক অল্প হয় ছুটে আসে মালেক জামীল সিকান্দার লেখকের আর কাটে সময় কি শানদার? আরএইচ/ |