পেছাল রাকসু নির্বাচন, নতুন তারিখ ১৬ অক্টোবর
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে না। নির্বাচনের উপযুক্ত পরিবেশ না থাকার কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে নির্বাচন কমিশনের জরুরি সভার পর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাকসু, আবাসিক হল ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের পূর্ব পরিস্থিতি পর্যালোচনা করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে নির্বাচন উপযুক্ত পরিবেশে করা সম্ভব নয়। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যথাযথ অংশগ্রহণও নিশ্চিত করা যায়নি। এই পরিস্থিতিতে নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে ১৬ অক্টোবর ২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করি নতুন নির্ধারিত দিনে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।” এমএইচ/ |