সত্তর হাজার কালেমা পড়লে কি মাগফিরাত পাওয়া যায়?
প্রকাশ:
২২ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৫৬ সকাল
নিউজ ডেস্ক |
![]()
মুফতি অকিল উদ্দিন যশোরী প্রশ্ন- জীবিত অবস্থায় সত্তর হাজার বার কালেমায়ে তয়্যেবা পড়লে বা মৃত ব্যক্তির জন্য সত্তর হাজার বার কালেমায়ে তয়্যেবা পড়ে ইসালে সওয়াব করলে মাগফিরাত পাওয়া যাবে কি? উত্তর- কালেমায়ে তয়্যেবা পড়লে পাঠকারীর উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যায় । হাদীসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় । একারণে কোন ব্যক্তি কালেমায়ে তয়্যেবা অধিক পড়লে অবশ্যই সে সওয়াব ও প্রতিদানের অধিকারী হবেন । আর এর সওয়াব মৃত ব্যক্তিদের প্রেরণ করলে বা নিজের জন্য গচ্ছিত রাখলে আশা করা যায় এ আমল তার মাগফেরাতের মাধ্যম হিসেবে হতে পারে । কিন্তু সত্তর হাজার বার কালেমায়ে তয়্যেবা পড়লে মাগফিরাত হয়ে যাবে এমন কোন হাদীস বর্ণিত হয়নি । "قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَإِنَّ اللَّهَ قَدْ حَرَّمَ عَلَى النَّارِ مَنْ قَالَ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، يَبْتَغِي بِذَلِكَ وَجْهَ اللَّهِ." الصحيح البخاري ١/ ٦١ رقم ٤٢٥ کتاب الصلوۃ، باب المساجد فی البیوت، المكتبة الأشرفية ديوبند. বুখারী ১/৬১ আরএইচ/ |