ফজলুর রহমানের মন্তব্যের প্রতিবাদ ডাকসু নেতাদের
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৯ রাত
নিউজ ডেস্ক

রাজনীতিবিদ অ্যাডভোকেট ফজলুর রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, “ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাৎপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অ্যাডভোকেট ফজলুর রহমান বিশ্ববিদ্যালয়টিকে হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে কটূক্তি করেছেন। এতে স্পষ্ট হয়েছে শিক্ষার্থীদের প্রতি তার বিদ্বেষপূর্ণ ও বর্ণবাদী দৃষ্টিভঙ্গি।”

ডাকসু নেতারা উল্লেখ করেন, চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এমন ঘৃণাত্মক মনোভাব মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিপন্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই অসাম্প্রদায়িক চেতনা, মুক্তচিন্তার চর্চা ও গণতান্ত্রিক আন্দোলনের অগ্রভাগে থেকেছে। শতবর্ষ ধরে ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে শিক্ষার্থীদের সমান মর্যাদা ও অধিকারের ভিত্তিতে এটি একটি বহুসাংস্কৃতিক প্রতিষ্ঠান হিসেবে বিকশিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “শিক্ষার্থীদের উদ্দেশ্যে এমন অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্য কেবল তাদের মর্যাদাকেই ক্ষুণ্ন করেনি, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও সংগ্রামকেও অসম্মান করেছে।”

ডাকসু নেতারা সতর্ক করে বলেন, “অ্যাডভোকেট ফজলুর রহমানকে অবশ্যই তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

তারা আরও আশ্বস্ত করেন যে, বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় ডাকসু সর্বদা সোচ্চার থাকবে এবং যেকোনো বর্ণবাদী বা অবমাননাকর বক্তব্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

এমএইচ/