চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার
প্রকাশ:
২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের নতুন সভাপতি হয়েছেন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার। রোববার (২১ সেপ্টেম্বর) তিনি পরবর্তী তিন বছরের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন। অধ্যাপক ড. গিয়াস উদ্দিন সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। এর আগে তিনি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম-এ অধ্যাপনা করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের মেহেদীবাগ সিডিএ জামে মসজিদের খতিব। এছাড়া তিনি দেশের কয়েকটি ইসলামি ব্যাংকের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ড. গিয়াস উদ্দিন একজন খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ, দার্শনিক, ভাষাবিদ, আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব ও গভীর পাণ্ডিত্যের অধিকারী মূলধারার ইসলামিক স্কলার হিসেবে ব্যাপক সমাদৃত। এমএইচ/ |