মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৬ বিকাল
নিউজ ডেস্ক

মিরপুরের মাদরাসাতুল কুরআন লিল বানাতে দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৮-১৯ সেপ্টেম্বর) মাদ্রাসার সকল ছাত্রীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা আয়োজিত হয়।

বৃহস্পতিবার রাতে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। প্রতিযোগিতায় মোট ৯টি বিষয়ে শিক্ষার্থীরা অংশ নেয়। বিজয়ীদের হাতে পুরস্কারের পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণে উৎসাহ দিতে সব শিক্ষার্থীকে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ইউসুফ জামিল, আবরারুল হক জাবের, মাহদী হাসান নাবিল, মাওলানা সালেহুল্লাহ সাকিব ও মুফতি মাজেদুর রহমান। এশার নামাজের পর ৩৪ জন ছাত্রীকে কুরআনের সবক ইফতেতাহ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক মুফতি সাঈদ আহমদ। তিনি বলেন, “ইসলাম নারীকে যে অধিকার ও মর্যাদা দিয়েছে তা পুরুষরা জানলেও নারীরা সচরাচর বলতে পারে না। আমরা চাই তারা দ্বীন শিখে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং পশ্চিমা এজেন্ডার জবাব দিতে সক্ষম হবে। এজন্যই সিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

মাদ্রাসার প্রধান শিক্ষিকা রওহাতুর রেজওয়ান তামান্না বলেন, “মাদ্রাসার শুরু থেকেই আমার স্বপ্ন ছিল মেয়েদের এমনভাবে গড়ে তোলা যাতে তারা ঘরকন্যার পাশাপাশি সমাজে আলোকবর্তিকা হয়ে উঠতে পারে। তাই প্রতিবছর রবিউল আউয়ালে ছাত্রীদের মাঝে সিরাত প্রতিযোগিতার আয়োজন করি।”

এমএইচ/