সমাজে সিরাত পাঠ ছড়িয়ে দিতে ছাত্র মজলিসের সেমিনার
প্রকাশ:
২০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে নবীজীর (সা.) সীরাত অধ্যয়নের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে একটি সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শনির আখড়া দারুল উলুম আজিজিয়া কওমী মাদ্রাসায় এ আয়োজন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর পূর্বের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী থানার সভাপতি ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা এহসান আহমাদ খান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্কুল-কলেজ বিষয়ক সম্পাদক আহমাদ মুরসালিন। এছাড়াও বাংলাদেশ খেলাফত যুব মজলিস কদমতলি থানার সভাপতি মাওলানা আব্বাস উদ্দিন এবং মহানগর পূর্বের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেন। সেমিনারে ছাত্রদের জন্য বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগীদের বক্তব্যে নবীজীর (সা.) জীবন, আদর্শ ও শিক্ষা প্রতিফলিত হয়। এতে পাঁচজন বিজয়ীকে পুরস্কৃত করা হয় এবং সব অংশগ্রহণকারীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। বক্তাগণ আশা প্রকাশ করে বলেন, এ ধরনের সীরাতভিত্তিক আয়োজন ছাত্র সমাজে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও উদ্যমতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে। এমএইচ/ |