পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১
প্রকাশ:
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
পাকিস্তানের সংঘাতপূর্ণ বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছে বলে শুক্রবার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। খনিজ-সমৃদ্ধ বেলুচিস্তান আফগানিস্তান ও ইরানের সীমান্তবর্তী এলাকা, যেখানে সাম্প্রতিক সময়ে সশস্ত্র কার্যকলাপ বেড়ে গেছে। এর জবাবে দেশটির নিরাপত্তা বাহিনী ব্যাপক সন্ত্রাসবিরোধী অভিযানে নেমেছে। বেলুচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রান্তে ইরান সীমান্তের কাছে দাশতে বৃহস্পতিবার এক আত্মঘাতী বোমাবাজ প্যারামিলিটারি সেনাদের একটি কনভয়ে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়। স্থানীয় দুই কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ছিলেন সেনা সদস্য। এ হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। এদিকে প্রদেশের আফগান সীমান্তবর্তী এলাকায় আরেকটি বিস্ফোরণে বৃহস্পতিবার রাতে ছয় শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা ইমতিয়াজ আলী বেলুচ। বিচ্ছিন্নতাবাদীরা দীর্ঘ এক দশক ধরে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। তাদের অভিযোগ—বেলুচ জনগণ বৈষম্যের শিকার। এর আগে চলতি মাসে প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি রাজনৈতিক সমাবেশে ইসলামিক স্টেটের দায় স্বীকার করা আত্মঘাতী হামলায় ১৫ জন নিহত হয়। এসএকে/ |