পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’
প্রকাশ:
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপস্থিতিতে 'মিট আপ উইথ পীর সাহেব চরমোনাই' অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর রামপুরায় ব্যতিক্রমধর্মী বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন ও কেন্দ্রীয় সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুল আজিজ নোমান। অনুষ্ঠানে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশে বিশেষ নসিহত পেশ করেন পীর সাহেব চরমোনাই। পরে তাদের জন্য দোয়া করে তিনি। এমএম/ |