হেফাজত আমির ও মহাসচিবের সঙ্গে এনসিপির আহ্বায়কের সাক্ষাৎ
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ দুপুর
নিউজ ডেস্ক

হেফাজতে ইসলামের আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব মাওলানা সাজিদুরের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। পরবর্তী সময়ে এনসিপির সদস্য সচিব আকতার হোসেনও এই সাক্ষাতে মিলিত হন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে তারা রাজনীতিসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তবে হেফাজতে ইসলাম কিংবা এনসিপি কেউই আনুষ্ঠানিকভাবে এই সাক্ষাৎকারে কী আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি। 

গতকাল জমিয়তে উলামায়ে ইসলামের উলামা-মাশায়েখ সম্মেলনে হেফাজতে ইসলামের আমির ও মহাসচিব উপস্থিত ছিলেন। তারা জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে দলটির সঙ্গে কোনো ইসলামি দলকে জোট না করার আহ্বান জানিয়েছেন। 

এমএম/

অন্যদিকে এনসিপি জামায়াতসহ ইসলামি দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে বলে খবর প্রকাশিত হলেও শেষ পর্যন্ত দলটি ঘোষণা দেয়- তারা এই আন্দোলনে যাচ্ছে না। তবে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ছয়টি ইসলামি দল ইতোমধ্যে যুগপৎ আন্দোলনের ঘোষণা দিয়ে মাঠের কর্মসূচি পালন শুরু করেছে।