চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ অক্টোবর : ইসি সচিব
প্রকাশ:
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
আগামী ৩১ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আখতার আহমেদ বলেন, “এবার আমরা তিন দফায় ভোটার তালিকা হালনাগাদ করেছি। বর্তমানে দ্বিতীয় ধাপে মাঠপর্যায়ে হালনাগাদের কাজ চলছে।” তিনি আরও জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সামগ্রী কেনাকাটা সেপ্টেম্বরের মধ্যেই সম্পন্ন হবে। প্রবাসী ভোটারদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। তবে কেউ প্রবাস থেকে নিবন্ধন করলেও নির্বাচনের সময় দেশে উপস্থিত থাকলে তিনি আবার ভোট দিতে পারবেন না। সংসদীয় আসনের সীমানা প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে রিট হওয়ায় এখন আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে। রাজনৈতিক দল নিবন্ধন প্রসঙ্গে আখতার আহমেদ জানান, মাঠপর্যায়ে ২২টি দলের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। আগামী রোববার বা সোমবার কমিশনের বৈঠকে এটি চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, আগামী ২২ সেপ্টেম্বর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচনি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করবে।ৎ এমএইচ/ |