ভাঙ্গা থানায় ভাঙচুরের ঘটনায় নিক্সন চৌধুরীসহ ২৯ জনের নামে মামলা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৭ বিকাল
নিউজ ডেস্ক

ফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে প্রধান আসামি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ভাঙ্গা থানার উপ-পরিদর্শক আজাদুজ্জামান বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও অনেককে আসামি করে মামলা দায়ের করেন। মামলার ২ নম্বর আসামি হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মিয়া।

এর আগে দ্রুত বিচার আইনে করা এক মামলায় আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশের দায়ের করা মামলায় থানায় হামলা ও ভাঙচুরে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শামছুল আজম বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের এক গেজেটে ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ৫ সেপ্টেম্বর থেকে স্থানীয়রা একাধিক দফায় সড়ক-রেল অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) তৃতীয় দফা অবরোধ চলাকালে ভাঙ্গা থানা, উপজেলা কমপ্লেক্স, হাইওয়ে থানা ও বিভিন্ন সরকারি কার্যালয়ে ব্যাপক হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা জানান, ভাঙ্গা উপজেলা কমপ্লেক্সে ঘটে যাওয়া সহিংস ঘটনায় আরও মামলা করার প্রস্তুতি চলছে।

এমএইচ/