ফিলিস্তিনিদের আবারও জোরপূর্বক বাস্তুচ্যুত করা হচ্ছে: পোপ
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১৪ বিকাল
নিউজ ডেস্ক

অবরুদ্ধ গাজার জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে ফিলিস্তিনিদের আবারও জোরপূর্বক বাস্তুচ্যুতির নিন্দা জানিয়েছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সাধারণ শ্রোতাদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, 'আমি গাজার ফিলিস্তিনি জনগণের সঙ্গে আমার গভীর সংহতি প্রকাশ করছি - যারা ভয়ে বাস করছে, অগ্রহণযোগ্য পরিস্থিতিতে বেঁচে আছে এবং তাদের ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হচ্ছে।'

দখলদার ইসরায়েলি বাহিনী গাজা সম্পূর্ণ দখলে নেওয়ার অভিযানের অংশ হিসেবে ব্যাপক বোমাবর্ষণের সঙ্গে স্থল আক্রমণ তীব্র করেছে। শহরের লাখ লাখ বাসিন্দাকে উচ্ছেদে অবৈধ কৌশল ব্যবহার করা হচ্ছে।

পোপ বলেন, 'আমি যুদ্ধবিরতি, জিম্মিদের মুক্তি, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার জন্য আমার আবেদন পুনর্নবীকরণ করছি।'

তিনি উল্লেখ করেন, 'আমি সকলকে আমার আন্তরিক প্রার্থনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে শিগগিরই শান্তি ও ন্যায়বিচারের একটি ভোর উদিত হয়।'

এমএইচ/