নুরের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে মশাল মিছিল
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৮ রাত
নিউজ ডেস্ক

রাজধানীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদ। নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে এবং জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণার দাবি ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বিজয়নগর ও পুরানা পল্টন এলাকায় দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেন।

মিছিল শেষে নেতারা বলেন, এখন পর্যন্ত নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত নিন্দনীয়। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে প্রয়োজনে সচিবালয় ঘেরাও কর্মসূচি দেওয়া হবে।

এমএইচ/