জুলাই সনদ নিয়ে চূড়ান্ত মতামত দেবে বিএনপি
প্রকাশ:
১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪০ রাত
নিউজ ডেস্ক |
![]()
জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বিষয়ে নিজেদের চূড়ান্ত মতামত দিতে যাচ্ছে বিএনপি। দলটি ইতোমধ্যে প্রায় ৪০ পৃষ্ঠার একটি খসড়া প্রস্তুত করেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দলীয় সূত্র জানায়, জুলাই সনদের বাস্তবায়ন মূলত সংসদের ওপর নির্ভরশীল বলে মনে করছে বিএনপি। বাস্তবায়নের পদ্ধতি নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য না হলে এ দায়িত্ব সরকারের ওপর ছেড়ে দেওয়ার বিষয়েও ভাবছে তারা। বিশ্বাসযোগ্য সূত্রের তথ্যমতে, বিএনপি কমিশনে যে মতামত দেবে, তাতে সনদের বাস্তবায়ন সংসদের ওপর নির্ভরশীল—এই অবস্থানই প্রতিফলিত হবে। সোমবার রাত সাড়ে ৮টায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, “আজ রাতে স্থায়ী কমিটির মিটিং আছে। মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হবে। কোনও সিদ্ধান্ত হলে মিটিংয়ের পর জানানো হবে।” সূত্র জানিয়েছে, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫: চূড়ান্ত ভাষ্য’ শীর্ষক প্রস্তাবিত মতামতে বিএনপি শেষ মুহূর্তে কিছু ভাষাগত ও শব্দগত সংশোধনের কাজ করছে। আগামী দুই-এক দিনের মধ্যেই কমিশনে এ মতামত জমা দেওয়া হতে পারে। এমএইচ/ |