
| 	
        
			
							
			
			  লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল  
			
			
	
			
										প্রকাশ:
										১৫ সেপ্টেম্বর, ২০২৫,  ০৪:০১ দুপুর
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা আয়োজিত সিরাতুন্নবী (সা.) মাহফিলে বক্তারা বলেছেন, আদর্শ ও কল্যাণময় সমাজ বিনির্মাণে মহানবী রহমাতুল্লিল আলামিনের জীবন আদর্শ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে মহানবী (সা.)-এর জীবন আদর্শ বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ ও অনুকরণের মাধ্যমেই আমাদের দুনিয়ার শান্তি ও পরকালের মুক্তি রয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫), পূর্ব লন্ডনের ফোর্ড স্কয়ার মসজিদের কনফারেন্স হলে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন ভূঁইয়া। সিরাতুন্নবী (সা.) মাহফিলে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ইউ'কের সভাপতি শায়খুল হাদীস মুফতী আব্দুর রহমান মনোহরপুরী, সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, মাযাহিরুল উলূম লন্ডনের প্রিন্সিপাল শায়খ মাওলানা ইমদাদুর আল মাদানী, সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক মুফতী ছালেহ আহমদ। আরও বক্তব্য দেন সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শাহনূর মিয়া, সহ-সভাপতি মাওলানা নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, প্রশিক্ষণ সম্পাদক হাফিজ মাওলানা লিয়াকত হোসাইন, লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিউদ্দীন খান, সৈয়দ রফিকুল হক, সহসাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল মুহাইমিন সুন্নাহ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলান আহবাবুর রহমান,মাওলানা নাইম আহমদ, আলহাজ্ব মুহাম্মদ শাহজাহান সিরাজ। এছাড়াও টাওয়ার হ্যামলেটস কাউন্সেলের কাউন্সেলার মুহাম্মদ চৌধুরী, কাউন্সেলার ফারুক আহমদ, সৈয়দপুর শামছিয়া সমিতির ইউ'কের সভাপতি সৈয়দ জিল্লুল হক, কমিউনিটি লিডার হাফিজ বদরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এমএইচ/  |