শ্রীমঙ্গল যুব মজলিসের নতুন নেতৃত্ব: সভাপতি মুস্তাকিম, সেক্রেটারি সাদিক 
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১৭ বিকাল
নিউজ ডেস্ক

মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসলামী যুব মজেলিসের নতুন কমিটি গঠন উপলক্ষে শুক্রবার (১২সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল শহরে স্থানীয় মজলিস মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী যুব মজলিসের নবনির্বাচিত মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিকসেশনের জন্য মুস্তাকিম আল মুনতাজ তালুকদার-কে উপজেলা সভাপতি ও সাদিকুর রহমানকে সেক্রেটারি করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি শামছুল ইসলাম, সহসধারণ সম্পাদক রবিউল ইসলাম আলআমিন, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, সহসাংগঠনিক সম্পাদক মাহমদুল হাসান, অর্থ সম্পাদক হাবিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক ফাহিম রব্বানি, প্রচার সম্পাদক জুনাইদ আহমদ জুনেদ, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, অফিস সম্পাদক আব্দুল হাকিম, নির্বাহী সদস্য হলেন রুহুল আমিন রুবেল ও শেখ সাদি।

নবনির্বাচিত উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের ইসলামী যুব মজলিসের জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির।

কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন খেলাফত মজলিসের শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা আয়েত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা কাজী শিহাব উদ্দিন, জেলা যুব মজলিসের সহ-সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সেক্রেটারি আবিদ হাসান, ছাত্র মজলিসের প্রতিষ্ঠাকালীন শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, জেলা যুব মজলিসের প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

উপজেলা কমিটির নবনির্বাচিত সভাপতি মুস্তাকিম আল মুনতাজ তালুকদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাদিকুর রহমান এর সঞ্চালনায় কাউন্সিল ও যুব সমাবেশে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস ও যুব মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএকে/