শ্রীমঙ্গলে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:২০ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
মুস্তাকিম আল মুনতাজ (মৌলভীবাজার জেলা প্রতিনিধি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে নাজাত ইসলামী মারকাযে দিনব্যাপী এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের সহযোগিতায় ও খিদমাহ ব্লাড ব্যাংক শ্রীমঙ্গলের সার্বিক তত্ত্বাবধানে এ ক্যাম্পিং-এ দুই শতাধিক মানুষ অংশ নিয়ে নিজেদের রক্তের গ্রুপ পরীক্ষা করান। গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান মাওলানা ছালেহ আহমদ হামিদী বলেন, “আমরা সবসময় অসহায়, গরীব ও এতিম মানুষের কল্যাণে কাজ করে আসছি। এ ধরনের উদ্যোগ আমাদের মানবসেবার অঙ্গীকারকে আরও শক্তিশালী করে। রক্তের গ্রুপ জানা শুধু নিজের জন্য নয়, বরং অন্যের জীবন বাঁচাতেও সহায়ক। তাই আমরা চাই, প্রত্যেক মানুষ এ বিষয়ে সচেতন হোক এবং মানবতার সেবায় এগিয়ে আসুক।” খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা পরিচালক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার জানান, এ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে রক্তদানের বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। অনেকেই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে জানেন না, যার ফলে জরুরি সময়ে সমস্যায় পড়তে হয়। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষকে একদিকে যেমন রক্তের গ্রুপ জানানো হচ্ছে, অন্যদিকে রক্তদানে উদ্বুদ্ধ করা হচ্ছে। ক্যাম্পে অংশ নেওয়া এক মাদরাসা শিক্ষার্থী দেলোয়ার হোসেন বলেন, “আমি আগে রক্তের গ্রুপ জানতাম না। আজ বিনামূল্যে পরীক্ষা করে জানলাম। এখন আমি চাইলে প্রয়োজনে রক্ত দিয়ে অন্যের জীবন বাঁচাতে পারবো।” ক্যাম্পের আয়োজক কমিটির স্বেচ্ছাসেবীরা জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি তারা সবাইকে নিয়মিত রক্তদাতা হিসেবে এগিয়ে আসার আহ্বান জানান। তাদের বিশ্বাস, এই কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে অনেকেই মানবতার সেবায় যুক্ত হবেন। এছাড়াও উপস্থিত ছিলেন— খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা পরিচালক মুস্তাকিম আল মুনতাজ তালুকদার, খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও খিদমাহ ব্লাড ব্যাংক ছাতক উপজেলার পরিচালক জাহিদ হাসান, শ্রীমঙ্গল শাখার সহকারী পরিচালক জুনাইদ আহমদ জুনেদ, দফতর সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ। এ সময় ক্যাম্পিং ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, মানুষের সহযোগিতা পেলে তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন। এসএকে/ |