ময়মনসিংহ জেলা জমিয়তের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ:
১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩২ সকাল
নিউজ ডেস্ক |
![]()
ময়মনসিংহ জেলা জমিয়তের উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নগরীর অনুভব কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা নাজমুল হাসান কাসেমী, বিশেষ অতিথি ছিলেন জমিয়তের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া। প্রশিক্ষণ কর্মশালায় আরও প্রশিক্ষণ দেন—জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা ফয়জুল হাসান খাদিমানি, সহকারী মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী৷ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা জমিয়তের সোনালি ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং দ্বীন ও মিল্লাতের হেফাজতের জন্য জমিয়তের যে অসামান্য অবদান রয়েছে এ বিষয়গুলো আলোচনা করেন। তারা বলেন— প্রতিটি কর্মীকে প্রশিক্ষণের মাধ্যমে সৎ,যোগ্য ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে এবং নীতির উপর টিকে থাকতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে প্রতিটি দায়িত্বশীলকে উন্নত রূপে ব্যক্তিত্ব গঠন করে নিজেকে ও সংগঠনকে এগিয়ে নিতে হবে। এসময় বক্তারা দাঈর গুণাবলি ও বৈশিষ্ট্য নিয়েও আলোচনা করেন। দাঈর প্রতিটি কর্মকাণ্ড ও আচার-আচরণ হবে ইসলামের নীতি ও আদর্শের আলোকে। প্রতিটি ক্ষেত্রে যেন ইসলামের সৌন্দর্য ফুটে উঠে এবং তার মধ্যে রাসুল (সা.) ও সাহাবায়ে কেরামের সমুন্নত চরিত্র ও আদর্শ পরিলক্ষিত হয়, সেই বৈশিষ্ট্য ও গুণাবলি প্রতিটি কর্মী ও দায়িত্বশীলকে অর্জন করতে হবে। সংগঠনের কর্মীদের ব্যাপক দাওয়াতি কাজ করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। এমএইচ/ |