আল্লাহ ইসরায়েলকে চরম পরাজয়ের মাধ্যমে ধ্বংস করুন: আফগানিস্তান
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৪৮ রাত
নিউজ ডেস্ক |
![]()
দখলদার ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান (তালেবান) এক বিবৃতিতে আল্লাহর কাছে দোয়া করে বলেছে, ইসরায়েল যেন চরম পরাজয়ের মাধ্যমে ধ্বংস হয় এবং এটি যেন বিশ্বের সব আগ্রাসীদের জন্য শিক্ষা হয়ে দাঁড়ায়। বুধবার (১০ সেপ্টেম্বর) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “আমরা আল্লাহ তা‘আলার কাছে প্রার্থনা করছি, তিনি যেন জায়োনিস্টদের জুলুমের কারণে তাদের কঠিন শাস্তি দেন এবং চরম পরাজয়ের মাধ্যমে ধ্বংস করেন। আমিন, ইয়া রাব্বাল আলামিন।” বিবৃতিতে উল্লেখ করা হয়, কাতারের রাজধানী দোহায় হামাসের দপ্তরে ইসরায়েলি হামলায় সংগঠনটির কয়েকজন সদস্য শাহাদাত বরণ করেছেন। আফগানিস্তান তাদের জন্য জান্নাতুল ফিরদাউস কামনা করে এবং পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানায়। এতে আরও বলা হয়, কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ে হামলা শুধু মানবিক মানদণ্ডই নয়, আন্তর্জাতিক রাজনৈতিক নিয়মেরও ঘোর লঙ্ঘন। দখলদার ইসরায়েল বারবার নির্দয়ভাবে অপরাধ করলেও, যেসব দেশ ও আন্তর্জাতিক সংস্থা প্রতিরোধ করতে পারত তাদের নীরবতা অত্যন্ত দুঃখজনক। বিবৃতিতে আফগানিস্তান অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধ, রাষ্ট্রীয় সীমানার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ফিলিস্তিনিদের ওপর চলমান বর্বরতা-জুলুমের অবসান ঘটানোর আহ্বান জানায়। সূত্র: আরটিএ এমএইচ/ |