‘ইমাম-মুয়াজ্জিনদের গ্রেপ্তার আতঙ্কের কোনো কারণ নেই’
প্রকাশ:
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩২ রাত
নিউজ ডেস্ক |
![]()
রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম ও মুয়াজ্জিনদের গ্রেপ্তার আতঙ্কের কোনো কারণ নেই বলে জানিয়েছে জেলা পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। জেলা পুলিশ জানায়, গোয়ালন্দে অধিকাংশ মসজিদে ইমাম ও মুয়াজ্জিন রয়েছেন, কিন্তু কিছু সংবাদপত্র ও অনলাইনে এ নিয়ে বিভ্রান্তিকর খবর প্রকাশিত হয়েছে। পুলিশ স্পষ্ট করেছে, নিরপরাধ কোনো ব্যক্তিকে অযথা হয়রানি করা হবে না, এবং গ্রেপ্তারের ক্ষেত্রে কেবলমাত্র নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ সেপ্টেম্বর গোয়ালন্দ থানার এলাকায় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ ৩৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। এ পর্যন্ত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ৮ সেপ্টেম্বর নিহত রাসেলের বাবা বাদী হয়ে ৩৫০০/৪০০০ জনকে আসামি করে নতুন মামলা দায়ের করেন, এতে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, এসব মামলায় গ্রেপ্তারকৃত ২০ জনকে সুনির্দিষ্ট তথ্য ও ভিডিও ফুটেজ যাচাইয়ের পর আইনের আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, রাজবাড়ী জেলা পুলিশ ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বদা তৎপর এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ দেবে না। এমএইচ/ |