বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নুরুল হক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৫৬ বিকাল
নিউজ ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী ঐতিহাসিক ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর। একই সঙ্গে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সঙ্গে সামলে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য।

বুধবার (১০ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নুরুল হক নুর আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে ক্যাম্পাসের সক্রিয় ছাত্রসংগঠনগুলোকে সঙ্গে নিয়ে ছাত্ররাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন। তিনি বলেন, “আমরা চাই ছাত্ররাজনীতি হবে জাতীয় রাজনীতির কালো থাবামুক্ত, শিক্ষার্থীদের কল্যাণকেন্দ্রিক এবং জাতির অগ্রগতিমুখী।”

তিনি আরও উল্লেখ করেন, ক্যাম্পাসকে হতে হবে শিক্ষার্থীদের লেখাপড়া, গবেষণা, সাহিত্য-সংস্কৃতি, গান-কবিতা, আড্ডা-বন্ধুত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার তীর্থভূমি।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নবনির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ডাকসু ও হল সংসদ নির্বাচনকে নিয়মিত একাডেমিক কার্যক্রমের মতো ক্যালেন্ডার ইভেন্টে রূপান্তরিত করতে হবে, যাতে প্রতিবছর নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ৬ বছর পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় মিনি পার্লামেন্ট খ্যাত ডাকসু ও হল সংসদ নির্বাচন। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এতে শীর্ষ তিনটি পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

এমএইচ/