মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার প্রস্তাব বাতিল: ড. সালেহউদ্দিন
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
নিউজ ডেস্ক |
![]()
আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি গাড়ি কেনার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ড. সালেহউদ্দিন বলেন, আগামী জাতীয় নির্বাচনে মাঠ প্রশাসনের দায়িত্ব পালনে সহায়তার জন্য ৩০০ গাড়ি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে মন্ত্রীদের জন্য গাড়ি কেনার প্রস্তাবটি অনুমোদন পায়নি। একই অনুষ্ঠানে তিনি জানান, জাপানে এক লাখ কর্মী পাঠানো হবে। জাপানি ভাষায় দক্ষতা থাকলেই চাকরির সুযোগ মিলবে। পাশাপাশি অন্য কোনো দক্ষতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্যাংক খাত সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ২২টি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান একীভূত করার বিষয়েও আলোচনা চলছে। তবে এ কারণে আমানতকারীদের কোনো ঝুঁকি হবে না বলে আশ্বস্ত করেন তিনি। এমএইচ/ |