খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৫৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
তানযিল হাসান (কুমিল্লা প্রতিনিধি) খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ খান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা মাসউদুর রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মওলানা আদিলুর রহমান,মাওলানা মতিউর রহমান ফরাজী বৈঠকে গত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। পাশাপাশি আসন্ন নির্বাচন বিষয়েও বিভিন্ন আলোচনা হয়। নেতৃবৃন্দ কুমিল্লা উত্তর জেলায় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেন। সভা শেষে অসুস্থ জেলা সহ সভাপতি মাওলানা মতিউর রহমান ফরাজীর সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। এমএইচ/ |