খাদিজা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
গাজী তাওহীদুর রহমান (যশোর জেলা প্রতিনিধি) যশোরের চাঁচড়া বাজার সংলগ্ন খাদিজা মেডিকেল এন্ড ডায়াগনস্টিক সেন্টার চত্বরে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) একটি দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আজহারুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, যশোর জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল মান্নান, পরিষদের সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসাইন, বিশিষ্ট ব্যক্তি মোঃ মাছিহুর রহমান, মাওলানা উমায়ের কাসেমী এবং খাদিজা মেডিকেলের স্বত্বাধিকারী সৈয়দ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর রেল স্টেশন মাদ্রাসার মুহতামিম মাওলানা আনোয়ারুল করিম যশোরী। এই মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নিয়মিত হলে সাধারণ মানুষের চিকিৎসা সেবা গ্রহণ সহজতর হবে। এসএকে/ |