‘মৌলিক বিষয় বাদ দিয়ে সংগীতে গুরুত্বারোপ জাতির ভবিষ্যতকে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা’
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দলের নিয়মিত বৈঠকে বলেছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থার গুনগত মান নিয়ে প্রশ্ন আছে। শিক্ষার্থীরা কাঙ্ক্ষিতমানে ভাষাগত দক্ষতা অর্জনে ব্যর্থ হচ্ছে। বারো বছর পড়াশোনা করার পরেও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভর্তি পরীক্ষায় ভাষার মৌলিক বিষয়াবলিতে পাসমার্ক পাচ্ছে না। গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষায় বিশ্বমানে দুরের কথা সাধারণ মানও অর্জন করতে পারছে না। এমন বাস্তবতায় দেশের স্কুলগুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞানের ওপরে জোর দেওয়ার বদলে সংগীত নিয়ে সরকারের ব্যতিব্যস্ত হওয়ার কারণ আমাদের কাছে বোধগম্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, মানুষের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সংস্কৃতি, মনোভাব, চরিত্র ও দৃষ্টিভঙ্গি নির্মাণে ধর্মই প্রধান ভূমিকা পালন করে। বাংলাদেশের সকল মানুষ ধর্মপ্রাণ। ধর্মকে কেন্দ্র করেই এখানে হাসি-কান্না, আন্দোলন ও সংগ্রামের ইতিহাস আবর্তিত হয়েছে। ফলে শিক্ষার্থীদেরকে ধর্ম সম্পর্কে প্রকৃত ও যথাযথ শিক্ষা দেয়া অপরিহার্য। সেজন্য স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক ও কোরআন শিক্ষক নিয়োগ দেওয়া সাধারণ যুক্তিবোধের দাবি। অতীতের সরকারগুলো গণবিরোধী হওয়ার কারণে যৌক্তিক এই দাবিকে উপেক্ষা করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। বাংলাদেশের মনস্তত্ত্বে ধর্মের প্রভাবকে অস্বীকার করার এই প্রবনতা দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারের প্রতি আহবান থাকবে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ভাষা, গণিত ও মৌলিক বিজ্ঞান শিক্ষার প্রতি জোর দিন এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে বাচ্চাদেরকে শুরু থেকেই ধর্ম সম্পর্কে সঠিক শিক্ষার ব্যবস্থা করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ মকবুল হোসাইন, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলাওয়ার হোসেন সাকী, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মোস্তফা কামাল, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, সহ-প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় সদস্য মুফতি রেজাউল করীম আববার, সদস্য মাওলানা শামসুদ্দোহা আশরাফী, সদস্য ডা. শহিদুল ইসলাম। এমএইচ/ |