
| 	
        
			
							
			
			  প্রজাপতি: রঙিন পাখার গল্পে প্রকৃতির কবিতা    
			
			
	
			
										প্রকাশ:
										০৯ সেপ্টেম্বর, ২০২৫,  ০৬:২৯ বিকাল
					 
			
			
			
			নিউজ ডেস্ক  | 
		
			
			
			
			
			 
	   
	      
 মুহাম্মদ মিজানুর রহমান প্রজাপতি—শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে রঙিন, নরম পাখার এক ক্ষণিক অথচ মোহনীয় প্রাণী। ফুলে ফুলে উড়ে বেড়ানো, হালকা বাতাসে ভেসে চলা আর রঙের খেলায় প্রকৃতিকে করে তোলে আরও প্রাণবন্ত। প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এটি পরিবেশের ভারসাম্য রক্ষার এক অবিচ্ছেদ্য অংশ। প্রজাপতির জন্ম রহস্য   প্রকৃতির বন্ধু   প্রজাপতির বৈচিত্র্য   বিপন্নতার ছায়াআধুনিক সভ্যতার বিস্তার, বন উজাড়, কীটনাশক ও জলবায়ু পরিবর্তনের কারণে অনেক প্রজাতির প্রজাপতি আজ বিলুপ্তির পথে। তাদের বসবাসের উপযুক্ত পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই প্রজাপতির রক্ষা আজ পরিবেশ রক্ষারও একটি অংশ। প্রজাপতি আমাদের শৈশবের কল্পনাকে ছুঁয়ে থাকা এক জীবন্ত রূপকথা। তার উড়ান শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং একটি সুস্থ পৃথিবীর নিঃশব্দ বার্তাবাহক। তাই আসুন, এই ছোট্ট প্রাণীগুলোর জন্যও একটু জায়গা করে দিই প্রকৃতিতে। কারণ যেখানে প্রজাপতি আছে, সেখানে জীবন বেঁচে আছে। এমএইচ/  |