পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে, ভোটের পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
প্রকাশ:
০৯ সেপ্টেম্বর, ২০২৫, ১২:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফোনে না পেলেও মুঠোফোনে একটি বার্তা পাঠান, যা পরে সভায় পড়ে শোনানো হয়। বার্তায় প্রধান উপদেষ্টা স্পষ্ট নির্দেশ দেন— ডাকসু নির্বাচনে যেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা হয়। তিনি বলেন, পুরো জাতি ডাকসু নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই গণতান্ত্রিক অভিযাত্রায় সবাইকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে। একইসঙ্গে নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আহ্বান জানান তিনি। সভায় অংশ নেওয়া নীতিনির্ধারকরা জানান, প্রধান উপদেষ্টার বার্তা বৈঠকের পরিবেশে বিশেষ তাৎপর্য যোগ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সভার শুরুতে বলেন, ডাকসু নির্বাচন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বরং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন এবং আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও দিকনির্দেশক হবে। তার ভাষায়, “যেকোনো মূল্যে ডাকসু নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে হবে।” প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন। আরএইচ/ |