আন্দোলনের মুখে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৭ রাত
নিউজ ডেস্ক |
![]()
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের দায় স্বীকার করে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক। স্থানীয় সংবাদমাধ্যম অনলাইনখবর জানিয়েছে, সোমবার রাতে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার জরুরি বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে রমেশ লেখক উল্লেখ করেন, “আজকের বিক্ষোভে বহু প্রাণহানি ঘটেছে। এ জন্য নৈতিকভাবে আমাকে দায় নিতে হবে। তাই আমি আর এই পদে থাকতে পারি না।” দ্য হিমালয়ান জানায়, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ২৫০ জন বিক্ষোভকারী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ক্রমবর্ধমান চাপের মুখে অবশেষে পদত্যাগে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের সিদ্ধান্ত জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে। তাদের দাবি, শুধু স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ যথেষ্ট নয়; প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকেও দায়িত্ব নিতে হবে এবং পদত্যাগ করতে হবে। নেপালের মানবাধিকার কমিশনও বলেছে, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন। কিন্তু পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ পরিস্থিতি উত্তপ্ত করে তোলে। এ ঘটনার নিন্দা জানিয়ে কমিশন তদন্তের দাবি জানিয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে অলি সরকার। এর প্রতিবাদে সোমবার সকালে রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত সহিংস রূপ নেয়। হাজারো বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে প্রবেশ করে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমাণ্ডুসহ বিভিন্ন স্থানে কারফিউ জারি এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এমএইচ/ |