ডাকসু নির্বাচন ঘিরে ডিএমপির বিশেষ নির্দেশনা
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাধারণ মানুষের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। অস্ত্র বহনে নিষেধাজ্ঞা প্রবেশদ্বার নিয়ন্ত্রণ মেট্রোরেল চলাচল সীমিত ভোটার শনাক্তকরণ ও পরিচয়পত্র ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র ভোটার যাচাইয়ের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র QR কোড স্ক্যান করে Verified DUCSU Voter Confirmation প্রদর্শন করবে। ভোটার নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর বিশ্ববিদ্যালয় সার্ভার থেকে যাচাই করা হবে। ভুয়া পরিচয়পত্রে এই মেসেজ প্রদর্শন সম্ভব হবে না। এছাড়া হল পরিচয়পত্রে প্রভোস্টের স্বাক্ষর যাচাই করা হবে। প্রবেশাধিকার যাদের জন্য উন্মুক্ত থাকবে ডিএমপি জানিয়েছে, ক্যাম্পাসের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। সবাইকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। এমএইচ/ |