এক মাসে নবীজি সা.-এর পূর্ণ সীরাত জানার চমৎকার বই
প্রকাশ:
০৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
‘সীরাত কোর্স’ বইটি সীরাত শিক্ষায় এক অভিনব সংযোজন। লেখক এখানে অত্যন্ত সহজ, সংক্ষিপ্ত ও হৃদয়স্পর্শী ভঙ্গিতে নবীজি সা.-এর জীবনচরিতকে পাঠকের সামনে উপস্থাপন করেছেন। বইটি ৩০টি পাঠে বিভক্ত, যেখানে প্রতিদিন মাত্র এক ঘণ্টা ব্যয় করেই পাঠক ধাপে ধাপে জানতে পারবেন আরবের ইতিহাস, নবুওয়াত, হিজরত, যুদ্ধসমূহ, মক্কা-মাদীনার সমাজজীবন, নবীজির সৌন্দর্য, চরিত্র, মুজিযা, পোশাক, খাদ্যাভ্যাস, দুআ, যিকির ও দৈনন্দিন আমল। প্রতিটি পাঠ শেষে প্রশ্নোত্তরভিত্তিক অনুশীলনী যুক্ত করা হয়েছে, যা পাঠকদের বিষয়বস্তু সহজে মনে রাখতে সহায়তা করবে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী পাঠকের জন্য বইটি উপযোগী। বইটির ভাষা সহজ ও সাবলীল, বিন্যাস চমৎকার, এবং উপস্থাপন হৃদয়গ্রাহী। লেখক এখানে একটি অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন, ‘ট্রিপল থার্টি মেথড’: ৩০ দিনে, ৩০ ঘণ্টায়, ৩০টি পাঠে সীরাত শিক্ষা। এক কথায় বলা যায়, এটি সীরাত শিক্ষার জন্য একটি সময়োপযোগী এবং যুগান্তকারী প্রচেষ্টা। ‘সীরাত কোর্স’ শুধু পাঠ্যবই নয়; এটি মসজিদ, মাদরাসা, স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে পাঠচক্র, প্রতিযোগিতা বা সীরাত সপ্তাহ আয়োজনের জন্যও আদর্শ। বইটি পাঠকের দৃষ্টিভঙ্গি ও জীবনধারা বদলে দেওয়ার মতো প্রভাব রাখে। নবীজি সা.-কে জানার, ভালোবাসার এবং তাঁর আদর্শে জীবন গড়ার জন্য ‘সীরাত কোর্স’ বইটি প্রতিটি পরিবারের বুকশেলফে থাকা উচিত। এসএকে/ |