নির্বাচন যথাসময়ে হবে: মির্জা ফখরুল
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৯ রাত
নিউজ ডেস্ক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কিছু সংখ্যক ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কা সৃষ্টি করার চেষ্টা করছে। তবে বাংলাদেশের জনগণ এই ধরনের অসঙ্গত তথ্যকে গুরুত্ব দেবে না। তিনি আশ্বাস দেন, নির্বাচন সময়মতো অনুষ্ঠিত হবে এবং জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মিলিত হয়ে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, “ঠাকুরগাঁও জেলা বিএনপি আমার জন্য একটি ইমোশনাল বিষয়। বিএনপি প্রতিষ্ঠার পর এটি একটি শক্তিশালী সংগঠন ছিল। কিন্তু এরশাদ যুগে এই সংগঠন ক্ষতিগ্রস্ত হয়। আমরা ধীরে ধীরে কাজ করে এখন এটিকে আবার শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত করেছি।”

তিনি আরও জানান, ১৫ বছর ধরে সম্মেলনের সুযোগ হয়নি। ওই সময়ের রাজনৈতিক ও ফ্যাসিস্ট পরিবেশে নেতাকর্মীরা কঠোর নির্যাতন ভোগ করেছেন। তবু বিএনপি ধৈর্য ধরে কাজ চালিয়ে এখন নতুন উদ্যমে সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

মহাসচিব বলেন, “সংগঠনের প্রাণ হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেবেন, যা ঠাকুরগাঁও জেলা বিএনপির জন্য আনন্দের বিষয়। আশা করি, এটি নতুন দিগন্তের সূচনা করবে।”

সভায় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

এমএইচ/