নজরুল ইন্সটিটিউটে মহানবী (সা.)-এর জন্মের ১৫শ তম বছর উপলক্ষে বিশেষ আলোচনা সভা
প্রকাশ:
০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৪৯ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জন্মের ১৫শ তম বছর উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট এক বিশেষ আলোচনা সভা, হামদ-নাত পরিবেশনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। আগামী রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) ইন্সটিটিউটের নিজস্ব অডিটোরিয়াম ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটে’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শুরু হওয়া এই আয়োজনে মূল প্রতিপাদ্য হিসেবে নির্ধারিত হয়েছে— অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউটের পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী। বিষয়ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করবেন, আলেম লেখক, গবেষক মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, মাওলানা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ, জনাব মোঃ জেহাদ উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন ইন্সটিটিউটের পরিচালক (উপসজচিব) জনাব কে. এম. আল-আমীন। এই বিশেষ আয়োজনের মাধ্যমে কবি নজরুল ইসলামের সাহিত্যকর্মে মহানবী (সা.)-এর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং তাঁর জীবনাদর্শের প্রভাব তুলে ধরা হবে। পাশাপাশি ধর্মীয় আবেগ ও চেতনার এক অনন্য পরিবেশ তৈরি হবে হামদ, নাত ও দোয়া মাহফিলের মাধ্যমে। এসএকে/ |