এমন মানুষেরও শত্রু থাকতে পারে!, কেন এভাবে হত্যা করা হবে!
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:৩৪ সকাল
নিউজ ডেস্ক

এমজেএইচ জামিল

২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট মনোনীত প্রার্থী সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর পক্ষে এলাকা কাজ করার সুবাদে পরিচয় হয়েছিল মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী ভাইয়ের সাথে। সেই সময় এলাকায় হাঁটতে হাঁটতে মুশতাক ভাইয়ের পায়ের জুতা ক্ষয় হয়ে যাওয়ার দৃশ্য এখনো চোখে ভেসে ওঠে। সারাদিন ক্যাম্পাস শেষে নোয়াখালী বাজারস্থ নির্বাচনী অফিসে দেখা হতো মুশতাক ভাইয়ের সাথে। একদিন আমি আর Md Eliyas Ali ইলিয়াস ভাই মিলে তাকে অনুরোধ করলাম ভাই এবার একজোড়া ভালো জুতা কিনুন। নির্বাচনী ফান্ড থেকে আমরা টাকা দেব। তখন তিনি হেসে উড়িয়ে দিয়ে নোয়াখালী বাজারে মুছির দোকানে গিয়ে ৫ টাকা দিয়ে ছেঁড়া স্যান্ডেলটি সেলাই করে নিয়ে এলেন। আমাদেরকে বললেন নির্বাচনী ফান্ডের টাকা আমার পকেটেও আছে। সেটা জুতা কেনার জন্য নয়। সেলাই করেছি নির্বাচন পর্যন্ত আর ছিঁড়বে না। গায়ের পাঞ্জাবিটা এমনিতেই ময়লা তার উপর ইস্ত্রি না করায় কুছ কুছ হয়ে যেতো। সেই যে ২০০৮ সালে নির্বাচনের সময় সম্পর্ক হয়েছিল তা বহাল ছিল আমৃত্যু। গত এক বছরে আর দেখা হয়নি।

পাশা ভাই আওয়ামী সরকারের ডামি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে একদিন কথা হয়েছিল নোয়াখালী বাজারে। বলেছিলেন জামিল ভাই খুব কষ্ট হয়। পাশা ভাই নির্বাচন করলেন অথচ কিছুই করার ছিল না। কারণ আমি জমিয়ত করি পাশার দল নয়। সেদিন বুঝেছিলাম মুশতাক ভাইয়েরা নীতির সাথে আপস করে না। মাঝে মাঝে দেখা হলে সাংবাদিক ভাই বলেই সম্বোধন করতেন।

বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে জীবনটা চাকচিক্যময়। জমিয়তেও কোটিপতি লোকের সংখ্যা কম নয়। তবুও মুশতাক ভাইয়েরা আর্থিক দৈন্যতা নিয়েই জীবন পরিচালনা করতেন। ছেঁড়া জুতা সেলাই করে পরতেন। এই সময়ে এমনটা ভাবা যায় না। তবুও মুশতাক ভাই এমন ছিলেন।

নিখোঁজ হওয়ার খবর শুনে খারাপ লেগেছিল। কিন্তু এভাবে নদীতে লাশ ভেসে উঠবে এমনটা দেখেই গা শিহরে উঠলো। এমন মানুষের সাথে কার এমন শত্রুতা থাকতে পারে! মুশতাক ভাইকে এভাবে হত্যা করা হবে কেন?

আমাদের প্রশাসন যথেষ্ট শক্তিশালী ও চৌকস। South Sunamganj Ps শান্তিগঞ্জ থানার বর্তমান ওসি Md Ahad আহাদ ভাই অতীতে অনেক ক্লু লেস মামলার রহস্য উদঘাটন করেছেন। আশা করি তিনি দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করবেন। এর সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন। একই সাথে জমিয়ত নেতৃবৃন্দের প্রতি অনুরোধ আপনারা মুশতাক ভাইয়ের সদ্য বিধবা সহধর্মিনী ও এতিম সন্তানদের ভরনপোষণের দায়িত্ব নিন। এই ধরনের উদ্যোগে সাধ্যের সবটুকু নিয়ে পাশে থাকবো ইনশাআল্লাহ।

পরিশেষে দোয়া করি- আল্লাহ পাক রাব্বুল আমিন মরহুম মুশতাক আহমদ গাজীনগরী ভাইকে জান্নাতের মেহমান হিসেব কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমিন।

লেখক: সাংবাদিক (সিলেট)

আরএইচ/