‘৫৬ হাজার গানের শিক্ষক নয়, ৬৮ হাজার কুরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে’
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪৪ রাত
নিউজ ডেস্ক

এম শাহরিয়ার তাজ,
খুলনা প্রতিনিধি 

মারকাযুল উলূম খুলনার ছাত্র সংসদ "আঞ্জুমানে জমিয়তুত ত্বলাবা" কর্তৃক সীরাতুন্নবী সা. উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ আয়োজন করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৯০ পার্সেন্ট মুসলমানের দেশে ৫৬ হাজার গানের শিক্ষক নয় বরং ৬৮ হাজার কুরআনের শিক্ষক নিয়োগ দিতে হবে। কেননা, কুরআনী শিক্ষা মানুষের আত্মা ও জীবনে প্রশান্তি আনে। আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভে ধন্য করে সমাজে শান্তি ও মুক্তির পথ দেখায়। অপরদিকে গান অশ্লীলতা ও বেহায়াপনার দিকে নিয়ে যায়। মানুষের হৃদয় পাপে জর্জরিত হয়ে ধ্বংসের দিকে নিয়ে যায়।

মুফতী জুনাইদ আহমাদের সভাপতিত্বে ও মুফতী আবদুর রহমানের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন মুফতী জাকির হুসাইন, মুফতী মাসিহুর রহমান, মুফতী শফিকুল ইসলাম, মুফতী হুমায়ূন কবীর, মুফতী মুঈনুল ইসলাম, মুফতী আব্দুল্লাহ মুখতার, মাওলানা ইকবাল হুসাইন, হাফেজ জাফর আহমাদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাষ্টার আজিজুর রহমান প্রমুখ।

এমএম/