ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৭৩ জনের, জাতিসংঘের হস্তক্ষেপ চাইল হামাস
প্রকাশ:
০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:১৮ সকাল
নিউজ ডেস্ক |
![]()
গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী তাদের বোমাবর্ষণের মাত্রা আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে হামাস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে— যেন অবিলম্বে পদক্ষেপ নিয়ে এই সহিংসতা বন্ধ করা হয়। জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করেছে সংগঠনটি, ইসরায়েলের ‘গণহত্যা’ থামাতে। বুধবার দিনের নিরবচ্ছিন্ন বিমান হামলায় অন্তত ৭৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে কয়েকজন খাদ্য সহায়তা চাইতে এসেছিলেন। গাজা শহরেই নিহত হয়েছেন অন্তত ৪৩ জন। ঘনবসতিপূর্ণ এলাকা লক্ষ্য করে চালানো এসব হামলায় বহু পরিবার তাদের তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে একসঙ্গে প্রাণ হারাচ্ছে। এক বাস্তুচ্যুত নারী সাবরিন আল-মাবহুহ আল জাজিরাকে বলেন, “আমার ভাইকে তার ঘরের ভেতরেই হত্যা করা হয়েছে। তার স্ত্রী ও সন্তানদের সঙ্গেও— পুরো পরিবারটাকেই মুছে দিয়েছে। আর কেউ বেঁচে নেই।” রয়টার্স জানায়, ইসরায়েলি একটি গ্রেনেডের আঘাতে শেখ রাদওয়ান এলাকার একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের তাঁবুতে আগুন ধরে যায়। ওই এলাকার বাসিন্দা জাকেয়া সামি বলেন, “শেখ রাদওয়ান এখন আগুনে পুড়ছে, চারপাশে সবকিছু ওলটপালট হয়ে গেছে। যদি এই আগ্রাসন বন্ধ না হয়, আমরা সবাই মরে যাব। যারা দেখছে, কিন্তু কিছু করছে না— তাদের ক্ষমা করা হবে না।” গাজার মিডিয়া অফিসের তথ্যমতে, গত তিন সপ্তাহে ইসরায়েল গাজা শহরে অন্তত ১০০টি বিস্ফোরকবাহী রোবট ব্যবহার করেছে, যার লক্ষ্য ছিল আবাসিক এলাকা ধ্বংস করা। শুধু ১৩ আগস্টের পর থেকে গাজা শহরে ইসরায়েলি অভিযানে প্রাণ হারিয়েছেন অন্তত ১,১০০ জন ফিলিস্তিনি। এসএকে/ |