কুমিল্লা মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম শাসনগাছার স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ রাত
নিউজ ডেস্ক |
![]()
কুমিল্লা আদর্শ সদর উপজেলার অন্তর্গত শাসনগাছা বাসটার্মিনাল জামে মসজিদ সংলগ্ন প্রায় ৬০ শতাংশ জায়গা নিয়ে যাত্রা শুরু করেছে মাদরাসায়ে এহসানিয়া দারুল উলূম। স্থায়ী জায়গায় আজ নতুন একটি ভবনের ইফতিতাহ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আল্লামা নুরুল হক ও আল্লামা আব্দুর রাজ্জাক । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামীম মাওলানা খলীলুর রহমান । সঞ্চালনা করেছেন মাদ্রাসার সিনিয়র উস্তাদ মুফতি আকরামুল হক। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন রানীর বাজার মাদরাসার মুহতামীম হা. মাও. মনির হোসাইন, কুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস , জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. হাফেজ মাওলানা মুহিউদ্দীন ইকরাম, জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের সিনিয়র মুফতি ও মুহাদ্দিস মুফতি তাওহিদুল ইসলাম। আরো বক্তব্য রেখেছেন জাতীয় ওলামা পরিষদ আইম্মাহ পরিষদ কুমিল্লা মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুক সুলতানী, সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন 'র চেয়ারম্যান মুফতি শেখ মু. নাঈম বিন আ. বারী প্রমুখ। এছাড়াও উক্ত প্রোগ্রামে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইকরা ইসলামিক স্কুল এন্ড মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ফরিদ আহমদ, শাসনগাছা ফোরকানিয়া মাদরাসার মুহতামীম মাওলানা তৈয়ব, মাদরাসায়ে এমদাদিয়া সুলতানুল উলুমের মুহতামীম হাফেজ আজিজুল হক, জামিয়া মাদানিয়া রওজাতুল উলুমের মুহতামীম হাফেজ মাওলানা মারগুব বিন ওবায়েদ, উম্মাহাতুল মুমিনীন মাদরাসার মুহতামীম মাওলানা আবু কাউসার সহ অনেক ওলামায়ে কেরাম। পরিশেষে প্রধান মেহমান আল্লামা আব্দুর রাজ্জাক সাহেব হাফিঃ এর মুনাজাতের মধ্যে দিয়ে ইফতিতাহ ও দোয়া মাহফিল সমাপ্ত হয়েছে। এসএকে/ |