৭ দিন আটকে রেখে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, হিন্দু যুবক গ্রেপ্তার
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
লক্ষ্মীপুরে এক কিশোরীকে অপহরণের পর সাতদিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জয় কুড়িকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে শহরের ঝুমুর সিনেমা হলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জয় কুড়ি রায়পুর পৌরসভার পুর্বলাচ গ্রামের স্বর্ণ ব্যবসায়ী অনন্ত কুড়ির ছেলে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৪ আগস্ট সন্ধ্যায় জয় কুড়ি ভুক্তভোগী কিশোরীকে বাড়ির সামনে থেকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে তিনদিন রাখার পর লক্ষ্মীপুর শহরের একটি ভাড়া বাসায় চারদিন আটকে রেখে ধর্ষণ করা হয়। ভুক্তভোগী কিশোরীর বাবা গত ২২ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনে জয় কুড়িসহ তিনজনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে জয় কুড়ি পলাতক ছিলেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, গ্রেপ্তার জয় কুড়ি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। এসএকে/ |