নুরের শয্যাপাশে পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
০৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এবং পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে পীর সাহেব চরমোনাই ঢাকা মেডিকেলে যান নুরকে দেখতে। এ সময় তিনি নুরের শয্যাপাশে কিছুটা সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। তিনি গণঅধিকার পরিষদের সভাপতির দ্রুত রোগমুক্তির জন্য দোয়া করেন। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। গত ২৯ আগস্ট (শুক্রবার) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে যৌথ বাহিনীর হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুর। তাকে ঢামেকের আইসিইউতে রেখে কয়েক দিন চিকিৎসা দেওয়ার পর এখন কেবিনে রয়েছেন। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আরএইচ/ |