কেউ যেন না বলে, ভোট দিতে পারিনি : প্রধান উপদেষ্টা
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আসন্ন নির্বাচন আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে। জীবনে যারা কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি, তাদের জন্য এটি হবে নতুন অভিজ্ঞতা। একইভাবে, যারা পূর্বে ভোট দিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তাদের জন্যও এবার ইতিবাচক অভিজ্ঞতা তৈরি করতে হবে। “কেউ যেন বলতে না পারে, আমাকে ভোট দিতে দেওয়া হয়নি,” এমনটাই আমাদের লক্ষ্য। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সাত দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার এই বার্তা সাংবাদিকদের জানান তার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা সুস্পষ্ট করেছেন যে নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য তিনি রাজনৈতিক দলগুলোর কাছে সহযোগিতা ও পরামর্শ চেয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, “যারা চায় না অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন পর্যন্ত টিকে থাকুক, তারা নানা পথে বাধা দেওয়ার চেষ্টা করবে। নির্বাচন বানচাল করারও চেষ্টা হবে। ইতোমধ্যে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এজন্য সতর্ক থাকতে হবে। আমাদের লক্ষ্য নির্বাচন করা এবং ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন সম্পন্ন করা।” তিনি আরও বলেন, “এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। এটি বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের নির্বাচন। এই নির্বাচন হবে নিজেদের পায়ে দাঁড়ানোর, সাহস অর্জনের, নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এতে যেন কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ না থাকে।” প্রধান উপদেষ্টা আশ্বাস দেন, নির্বাচিত সরকারের কাছে যথাসময়ে ক্ষমতা হস্তান্তর করা হবে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, “প্রতি পদে পদে বাধা আসবে, আমাদের মাঝে বিভাজন তৈরির চেষ্টা হবে। কিন্তু আমাদের স্থির থাকতে হবে।” আগামী দুর্গাপূজা প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সবার দায়িত্ব। কেউ যেন গণ্ডগোল সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এমএইচ/ |