দেশি-বিদেশি শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে ইসলামি বইমেলায়
প্রকাশ: ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
নিউজ ডেস্ক

|| শাব্বির আহমাদ খান ||

রবিউল আওয়াল মাসে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা ২০২৫। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এ মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যেই প্রস্তুতি চলছে পুরোদমে।

এবারের আয়োজনে দেশীয় প্রকাশকদের পাশাপাশি পাকিস্তান, মিশর ও লেবানন থেকে আগত চারটি স্বনামধন্য আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা অংশগ্রহণ নিশ্চিত করেছে। তারা মেলায় নিজস্ব প্রকাশিত গুরুত্বপূর্ণ ইসলামি গ্রন্থ উপস্থাপন করবে।

৪ সেপ্টেম্বর জোহরের নামাজের পর বায়তুল মোকাররমের ডিজি সভাকক্ষে স্টল বরাদ্দের লটারি অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, দেশি-বিদেশি মিলিয়ে প্রায় শতাধিক ইসলামি প্রকাশনা প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নেবে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, এই প্রথমবারের মতো মেলার পরিসর বিস্তৃত করা হয়েছে বায়তুল মোকাররমের পূর্ব গেট থেকে শুরু করে দৈনিক বাংলার মেইন রোড পর্যন্ত। এতে দর্শনার্থীরা আরও বিস্তৃত পরিসরে বই ঘুরে দেখার সুযোগ পাবেন।

মেলায় পাঠক ও দর্শনার্থীদের জন্য থাকছে একাধিক ভিন্নধর্মী আয়োজন। এর মধ্যে রয়েছে—
শিশু চত্বর, মিডিয়া কর্নার, মহিলাদের আলাদা বসার ব্যবস্থা, লিটল ম্যাগাজিন কর্নার, লেখক কর্নার, চা-কফি ও ফুড কর্নার এবং ইনফরমেশন সেন্টার।

এছাড়া প্রতিদিন বিশাল মঞ্চে অনুষ্ঠিত হবে লেখক, প্রকাশক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচন।

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন, ১৩ সেপ্টেম্বর বিকেলে। এরপর থেকে মেলা মাসব্যাপী চলবে।

প্রসঙ্গত, নব্বইয়ের দশকের শেষভাগে ইসলামি বইমেলার সূচনা হলেও বর্তমানে এটি দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ ইসলামি গ্রন্থমেলায় রূপ নিয়েছে। দেশি-বিদেশি প্রকাশনার সম্মিলনে এই মেলা ইসলামি জ্ঞান, গবেষণা ও সাহিত্যচর্চায় উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। বিশেষত, তরুণ প্রজন্মকে ইসলামি মূল্যবোধে উদ্বুদ্ধ করতে এই আয়োজনের গুরুত্ব অপরিসীম।

এসএকে/