পুলিশ কারও কথা শোনে না: মান্না
প্রকাশ:
০২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
সব ধরনের সংস্কারের আগে পুলিশের সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি অভিযোগ করে বলেন, দেশের কোথাও পুলিশ কারও কথা শোনে না। সরকার বলে কিছু আছে কি না, সেটাই এখন প্রশ্ন। সাদা পাথর চলে যায়, বালু চলে যায় অথচ সরকার তা ঠেকাতে পারে না। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত ‘বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মান্না বলেন, “প্রফেসর ইউনূস একসময় বলেছিলেন, আমাদের টপ প্রায়োরিটি হলো পুলিশ সার্ভিস। আজ ১৩ মাস পর আমি সরকারকে প্রশ্ন করতে চাই পুলিশের বর্তমান অবস্থা কী? তারা কোথায় দায়িত্ব পালন করছে?” তিনি আরও বলেন, “পুলিশের মধ্যে এক ধরনের ট্রমা রয়েছে। তারা ভয় পায়, কোথাও যেতে চায় না। অথচ সরকারের দায়িত্ব ছিল সবার আগে পুলিশকে সংস্কার করা। অন্য কোনো সংস্কার ১০ বা ১৫ বছর পর হলেও চলবে। কিন্তু পুলিশকে কবে ঠিক করবেন?” নির্বাচনের দিন নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে মান্না বলেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে দেখুন কী অবস্থা। প্রতিনিয়ত ছাত্রদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষ হচ্ছে। প্রক্টর, প্রো-ভাইস চ্যান্সেলররাও রাতের বেলা ফেসবুকে কাঁদছেন—‘আমাদের বাঁচান’। কিন্তু কেউ এগিয়ে আসে না। ভোটের দিনও প্রার্থীদের মারধর চলতে থাকবে, তারা সাহায্য চাইবে, কিন্তু তখনও কেউ সাহায্য করতে পারবে না।” ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, “আমরা প্রস্তাব দিয়েছিলাম, সব দলকে নিয়ে একটি কাউন্সিল করুন। প্রয়োজনে বসে সিদ্ধান্ত নিন এবং সেই অনুযায়ী দেশ চালান। কিন্তু একদিনও তা করা হয়নি। সংকট দেখা দিলে কেবল আমাদেরই ডাকা হয়।” ড. ইউনূসের সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন মান্না। তিনি বলেন, “প্রফেসর ইউনূসকে বলেছি— আপনার দৃঢ়তা দেখানোর দরকার নেই যে ‘নির্বাচন হবেই’। আপনার বললেই তো হবে না। আপনি তো পাথর, বালু বা ধর্ষণ কিছুই আটকাতে পারেন না। কারণ আপনি যে সরকার চালাচ্ছেন, সেই ‘গভর্নমেন্ট’ শব্দের প্রকৃত অর্থই আপনি বোঝেন না। আপনার কারও ওপর কোনো নিয়ন্ত্রণ নেই।” এমএইচ/ |