ভোলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি ঘোষণা
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৫, ১০:০৩ রাত
নিউজ ডেস্ক |
![]()
ভোলা জেলার কওমী ছাত্র ঐক্য পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আগামী দুই বছর এই কমিটি সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের দায়িত্ব পালন করবে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ২টায় ভোলা সদরের প্যাপিলন রেস্টুরেন্টে অনুষ্ঠিত কাউন্সিলে উপদেষ্টা পরিষদের পরামর্শে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান ফারুকী, সিনিয়র সহ-সভাপতি ইকরাম ওয়াহিদী এবং সেক্রেটারি মাহবুব বিন বেলায়েত। পাশাপাশি শিক্ষা, সাংগঠনিক, অর্থ ও সংস্কৃতি বিষয়ক একাধিক উপকমিটি গঠন করা হয়েছে, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হয়। সংগঠনের প্রধান বলেন, “নতুন কমিটির সহযোগিতায় আমাদের শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিত ও ফলপ্রসূ হবে।” সিনিয়র সহ-সভাপতি ইকরাম ওয়াহিদী আশাবাদ ব্যক্ত করে বলেন, “এই কমিটি সংগঠনের উন্নয়ন কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করবে।” এমএইচ/ |