আলোর প্রভাত ও আল হিদায়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রকাশ:
১২ আগস্ট, ২০২৫, ০৪:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
চট্টগ্রামের আলোর প্রভাত ও আল হিদায়া ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) আলোর প্রভাতের অস্থায়ী কার্যালয়ে চেয়ারম্যান হাফেজ মাওলানা আরিফুল্লাহ শাহীর সভাপতিত্বে বার্ষিক মিটিংয়ে এই কমিটি গঠিত হয়। বৈঠকে বিগত সেশনের কাজের গতি আলোচনা-পর্যালোচনা করে কাজকে আরও গতিশীল করার লক্ষে আগামী ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কার্যনির্বাহী কমিটি তালিকা সদস্য আনাস বিন কালামদ দুবাই প্রবাসী প্রতিনিধি হাফেজ মাওলানা আহমদ রশীদ, হাফেজ কারী আবদুল আজিজ রিয়াদ, হাফেজ কারী খুবাইব; ওমান প্রবাসী প্রতিনিধি মুহাম্মদ নুরুল আলম; সৌদি প্রবাসী প্রতিনিধি মুহাম্মদ ফয়সাল। বৈঠকে খুব শিগগির আলোর প্রভাতের নতুন সংখ্যা বের করার প্রস্তাব গৃহীত হয় এবং লেখালেখি, দেশ, জাজি ও মানবতার পক্ষে কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। পরিশেষে ফিলিস্তিনসহ সকল মজলুমের মুক্তির জন্য মহান প্রভুর দরবারে মোনাজাতের মাধ্যমে বৈঠক সমাপ্ত হয়। এমএইচ/ |