আপনার শরীরে রয়েছে একটি ‘দ্বিতীয় হৃদয়’: পায়ের পেশির গোপন শক্তি!
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৫, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহাম্মদ মিজানুর রহমান || আমরা সবাই জানি, হৃদয় রক্ত সঞ্চালনের মূল চালক। কিন্তু অবাক করা তথ্য হলো—আমাদের শরীরে একটি ‘দ্বিতীয় হৃদয়’-ও রয়েছে, যা সুনির্দিষ্টভাবে আমাদের পায়ের পেছনের অংশে, বিশেষ করে পিণ্ডলি বা ক্যালফ মাংসপেশিতে অবস্থান করে। দ্বিতীয় হৃদয় কী? এটি কীভাবে কাজ করে? কেন এটি গুরুত্বপূর্ণ? কিভাবে এটি সক্রিয় রাখা যায়? মানুষের শরীর এক অসাধারণ যন্ত্র, যার প্রতিটি অংশ কোনো না কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ক্যালফ পেশির ‘দ্বিতীয় হৃদয়’ আমাদের শারীরিক সুস্থতা বজায় রাখতে নীরবে কাজ করে যাচ্ছে। তাকে সক্রিয় রাখা মানেই হৃদয়ের ভার ভাগ করে নেওয়া—আর নিজেকে আরও সুস্থ রাখা। এসএকে/ |