
|
বরকত : কল্যাণময় জীবনের চাবিকাঠি
প্রকাশ:
১১ আগস্ট, ২০২৫, ১০:১৫ দুপুর
নিউজ ডেস্ক |
|| মুহাম্মদ মিজানুর রহমান || “বরকত” শব্দটি আরবি "باركة" (বারাকা) থেকে এসেছে, যার অর্থ হচ্ছে: বৃদ্ধি, প্রবৃদ্ধি, স্থায়িত্ব এবং কল্যাণ। ইসলামী পরিভাষায় বরকত বলতে বোঝায়—আল্লাহর পক্ষ থেকে এমন এক অদৃশ্য কল্যাণ ও শুভ্রতা, যা অল্প জিনিসকেও যথেষ্ট করে দেয়, অপ্রতুলকেও পরিপূর্ণ করে দেয় এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনে। কুরআন ও হাদীস অনুযায়ী বরকতের মূল উৎস একমাত্র আল্লাহ। কুরআনে বলা হয়েছে: "বরকতময় আল্লাহ, যিনি সব জগতের প্রতিপালক।" (সূরা আর-রাহমান: ৭৮) বরকত শুধু ধন-সম্পদেই সীমাবদ্ধ নয়। এটি দেখা যেতে পারে—জীবনের সময় ও আয়ুতে , জ্ঞান ও আমলে, রিজিক ও সম্পদে , সন্তান ও পরিবারে এবং সম্পর্ক ও সমাজে । একজন মানুষ অল্প আয় করেও সুখে শান্তিতে থাকতে পারে, আবার অনেকে বিপুল সম্পদেও অসন্তুষ্ট—এটাই বরকতের বাস্তব প্রভাব। বরকত অর্জনের কিছু মাধ্যম: এসএকে/ |