জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেবেন পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ০৫ আগস্ট, ২০২৫, ১১:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করে ঐতিহাসিক এই মুহুর্তে অংশ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

আজ (মঙ্গলবার) ৫ আগস্ট বিকাল ৫ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন। এসময় সেখানে উপস্থিত থাকবেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দলের আমীরের  নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বিকাল চারটায় আয়োজনস্থলে পৌছাবেন। 

প্রতিনিধি দলে থাকছেন প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, দলের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এমএম/