আজ বায়তুল মোকাররমে জুলাই শহীদদের স্মরণে দোয়া
প্রকাশ:
০৫ আগস্ট, ২০২৫, ০৮:৩৪ সকাল
নিউজ ডেস্ক |
![]()
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনায় আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে কুরআন খতম এবং বাদ জোহর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। এছাড়া, এ দিবস উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় দেশের সব মসজিদে দোয়া ও মোনাজাত আয়োজনের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। গত বছর এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন ঘটে। এর মধ্য দিয়ে বাংলাদেশ ১৫ বছরের দুঃশাসন থেকে মুক্তি পায়। তবে এই আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন। আহত হন ৩০ হাজারের বেশি। এখনো হাজার হাজার পঙ্গুত্বের জীবনযাপন করছেন। এমএম/ |