রাজনীতিতে অবিস্মরণীয় অধ্যায় নেজামে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ.
প্রকাশ:
৩১ জুলাই, ২০২৫, ০৮:৪৭ রাত
নিউজ ডেস্ক |
![]()
হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি উপমহাদেশে ইসলামী রাজনীতির পথিকৃৎ সংগঠন। ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জমিয়তে ওলামায়ে ইসলামের পরিবর্তিত রূপই নেজামে ইসলাম পার্টি। ইসলামী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে ১৯৫৬ সালে ২২ দফা ইসলামী শাসনতন্ত্র রচনা ও পার্লামেন্টে উত্থাপন নেজামে পার্টিরই কৃতিত্ব৷ ১৯৫২ সালে নির্বাচিত নেজামে ইসলাম পার্টির সভাপতি খলীফায়ে থানভী রহ., শায়খুল ইসলাম আল্লামা আতহার আলী রহ. উপমহাদেশের ইসলামী রাজনৈতিক অঙ্গনের একজন কিংবদন্তী। তিনি ঐতিহ্যবাহী জামিয়া এমদাদিয়া কিশোরগঞ্জ মাদরাসার প্রতিষ্ঠাতা। ১৯৫৪ সালের ঐতিহাসিক যুক্তেফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা এবং নেজামে ইসলাম পার্টির সংসদীয় দলের নেতা হিসেবে উপমহাদেশের ইসলামী রাজনীতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সর্বোপরি রাজনীতি, আধ্যাত্মিক ময়দান, দ্বীনি শিক্ষাঙ্গন ও জাতীয় ইতিহাসে তিনি অবস্মরণীয়। উল্লেখ্য, সিলেটের ঐতিহাসিক রেফারেন্ডাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও স্বৈরাচার আইয়ুব বিরোধী আন্দোলনেও নেজামেে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ. এর অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। তবুও নেজামে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ. এর নাম স্মরণ, উচ্চারণ ও লিখনে অনীহা, উদাসীনতা খুবই দুঃখজনক। মনে রাখতে হবে ইতিহাস আপন স্রোতে প্রবহমান৷ ইতিহাসের গতি কেউই ঠেকিয়ে রাখতে পারে না। নেজামে ইসলাম পার্টি ও আল্লামা আতহার আলী রহ.ও তেমনই জাতীয় ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে ইনশাআল্লাহ। লেখক: ছাত্রবিষয়ক সচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এমএইচ/ |